সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফুল কবীরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের একমাত্র সংগঠন 'এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি'র নবগঠিত কমিটির সদস্যরা।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে এমসি কলেজে এই শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক, শিক্ষক পরিষদের সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা প্রফেসর মো. তৌফিক এজদানী চৌধুরীসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফ আহমেদ, সাধারণ সম্পাদক মুছলেহ উদ্দিন মুনাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক লবীব আহমেদ, কোষাধ্যক্ষ রাজীব হোসাইন, সদস্য মঈনুল হাসান আবির, সহযোগী সদস্য এহসানুল হক, নাঈম হোসেন আখঞ্জী, রফিক আহমদ ত্বোহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনের ভবিষ্যতে পরিকল্পনাসহ কলেজের সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
শুভেচ্ছা বিনিময়কালে এমসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আশরাফুল কবীর বলেন, ক্যাম্পাসের ইতিবাচক সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে শতবর্ষী এই কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখতে রিপোর্টার্স ইউনিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭