শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সমাজকর্ম ও টেকসই সামাজিক উন্নয়ন’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমাজকর্ম বিভাগের উদ্যোগে আয়োজিত এ কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে শাবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সমাজকর্মের অধ্যাপক তাহমিনা ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারতের দিলি¬ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার শহিদুল হক। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান, মালয়েশিয়ার সেইন্স বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শাহারুদ্দিন শামসুরিজান, ভারতের টাটা ইন্সটিটিউ অব সোশ্যাল সাইন্সের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. পি কে শাজাহান ও যুক্তরাষ্ট্রের মনমাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম অনুষদের অধ্যাপক ড. মো. গোলাম মাতবর। এছাড়া আরো বক্তব্য দেন শাবির সমাজকর্মের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, কনফারেন্সের আহবায়ক অধ্যাপক ড. আ ক ম মাহবুবুজ্জামান ও সচিব অধ্যাপক মো. মিজানুর রহমান।


কনফারেন্সে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইরান, নেপাল, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়াসহ মোট ১৪টি দেশের ২৫০ জন সরাসরি এবং অনলাইনে অংশগ্রহণ করার কথা রয়েছে। আয়োজক কমিটি জানায়, ১৬৬টি গবেষনা প্রবন্ধ বাছাই করা হয়েছে। কনফারেন্সে ২৮টি প্যারালাল সেশনে এসব প্রবন্ধ উপস্থাপন করা হবে।


সিলেটভিউ২৪ডটকম/নোমান/ইআ-১২