সাংবাদিক ও লেখক আকাশ চৌধুরী সম্পাদিত মুক্তিযুদ্ধবিষয়ক সংকলন ‌‘বিজয় চিরন্তন’ সপ্তম সংখ্যা এখন বাজারে পাওয়া যাচ্ছে।

 


২০১৫ সাল থেকে প্রকাশিত হয়ে আসা (২০২০ সালে কভিড-১৯ এর কারণে প্রকাশ হয়নি) এই সংকলনটি ৩১ ডিসেম্বর প্রকাশিত হয়।

 

এতে মহান বিজয় দিবস ২০২২ সালে জাতির উদ্দেশ্য দেয়া প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ ভাষণসহ প্রখ্যাত প্রাবন্ধিক যতীন সরকার, বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, অধ্যাপক মুনতাসীর মামুন, সাংবাদিক স্বদেশ রায়, ভারতের কলকাতার ইতিহাসবিদ গৌতম রায়, গোয়াহাটির প্রখ্যাত লেখক শতঞ্জীব রায়সহ একাধিক বিশিষ্ট কবি- সাহিত্যিকের লেখা স্থান পেয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-১১