সমাজসেবী ও শিক্ষানুরাগী এস এম লোকমান আহমদ খানঁ ব্রিটিশ এডুকেশন কাউন্সিলের কান্ট্রি চেয়ারম্যানের  দায়িত্ব পেয়েছেন।

 


তিনি ব্রিটিশ এডুকেশন কাউন্সিলে দীর্ঘ ১৭ বছর ধরে  বিভিন্ন পদে দায়িত্ব পালনের বাংলাদেশ কান্ট্রি'র চেয়ারম্যানের দায়িত্ব পেলেন।

 

ব্রিটিশ এডুকেশন কাউন্সিল লন্ডনের চেয়ারম্যান ব্যারিস্টার সায়মা মুকুট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত বিষয়ে তথ্য নিশ্চিত হয়।

 

এস এম লোকমান আহমদ খানঁ ২০০৪'সালের মার্চ থেকে ব্রিটিশ এডুকেশন কাউন্সিলের জয়েন্ট কো-অর্ডিন্যাটর এর মাধ্যমে এ প্রতিষ্টানে কর্ম জীবন শুরু করেন। ২০০৯ সালে তিনি এ প্রতিষ্টানের কান্ট্রি ডিরেক্টর পদে আসীন হন।

 

আগামী ২ ফেব্রুয়ারি কান্ট্রি চেয়ারম্যান এর দায়ীত্ব গ্রহন অনুষ্টান ও I E L T S এর ১ম উদ্বোধনী অনুষ্টিত হবে।

 

উক্ত অনুষ্টানদ্বয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ব্রিটিশ এডুকেশন কাউন্সিল লন্ডনের চেয়ারম্যান ব্যারিস্টার সায়মা মুকুট।

 

উল্লেখ্য যে, ব্রিটিশ এডুকেশন কাউন্সিল এর ফাউন্ডার চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল হাই মুকুট এর ইন্তেকালের পর থেকে তাঁরই সু-যোগ্য কন্যা ব্যারিস্টার সায়মা মুকুট ব্রিটিশ এডুকেশন কাউন্সিল লন্ডনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/মতিন/এসডি-২৬