সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসন সিলেট এর সহযোগিতায় ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর উদ্বোধন বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা ২টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন সিলেটের বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
আজ বৃহস্পতিবার বেলা ২টায় সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার মোকাবেলা করবে দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রতিদিন খেলা উপভোগ করার জন্য সিলেটের সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৪