দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ‘নাজিরবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগ ঢেউটিন বিতরণ করা হয়েছে।

 


বৃহস্পতিবার নাজিরবাজার দারুল কোরআন মাদ্রাসা মাঠে এলাকার ৭০ জন দরিদ্রদের মাঝে প্রত্যেককে ১বান করে ঢেউটিন বিতরণ করা হয়।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাজিরবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউ.কে'র প্রধান উপদেষ্টা মোহাম্মদ মনির হোসাইন।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসীর নানা বাধা বিপত্তি অতিক্রম করে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। গ্রামীন জনগোষ্টির জীবনমান উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অপরিসীম।

 

নাজিরবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউ.কে'র সভাপতি তহুর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মনির আহমদ, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. টি. এম ফখর উদ্দিন, জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট মুহিদ হোসেন।

 

সেবুল আহমদের পরিচালনায় নাজিরবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউ.কে'র পক্ষ থেকে বক্তব্য রাখেন- ট্রাস্টের সহ সভাপতি আব্দুল কাদির, এনামুল হক, সাংস্কৃতিক সম্পাদক এম ইলিয়াস আলী, উপদেষ্টা মুহিদুল গণি মাহতাব, পীর মো. ফয়জুল হক ইকবাল, মফিজ খান।

 

অনুষ্ঠানে এলাকার ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭