এবার ধানের আবাদ ভালো হওয়ায় দেশে কোনো দুর্ভিক্ষ হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বলেন, ‘দেশে দুর্ভিক্ষ হবে না, হওয়ার কোনো সুযোগ নেই, যদি আল্লাহ নিজের হাতে গজব না দেয়। সামনের বোরো ধানের আবাদ হচ্ছে, বোরোর আবাদও মানুষ পাগলের মতো করছে। বোরো ফলনও ভালো হবে; প্রতি বিঘা জমিতে যেখানে ১৫-১৬ মণ ধান হতো, সেখানে এবার ২০-২৫ মণ হবে।’

জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের সেশনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।


খরার কারণে আমনের ফলন নিয়ে শঙ্কা থাকলেও এবার আমনের বাম্পার ফলন হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, ‘সংগ্রহ ভালো হয়েছে, সরবরাহও ভালো আছে। সবচেয়ে বেশি মজুত, এখন প্রায় ১৯ লাখ ২৫ হাজার টন। আমাদের এখনো সংগ্রহ চলছে।’

কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘একটা জিনিস মনে রাখতে হবে, আমরা খাদ্য মন্ত্রণালয় ধান কিনি একটা কারণে, যাতে সিন্ডিকেট করে কৃষকদের না ঠকায়। আমাদের কাছে না আসুক, বাজারে বেশি মূল্য পাক, দ্যাটস এনাফ।’

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১৯