সাম্প্রতিক সময়ে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে ব্যবহারকারীদের অভিযোগ বিস্তর। এর মধ্যে অন্যতম অভিযোগ ছিল, এ দুই প্ল্যাটফর্মে ভিডিও কনটেন্ট যতটা রিচ হয়, টেক্সট কিংবা ছবির ক্ষেত্রে তা হয় না। বরাবরের মতো এ অভিযোগ নিয়ে নিশ্চুপ ছিল মেটা কর্তৃপক্ষ।

 


এবার ফেসবুকের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কিছু না বলা হলেও এ বিষয়ে মুখ খুলেছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি।

ব্যবহারকারীদের সঙ্গে এক প্রশ্নোত্তর সেশনে তিনি স্বীকার করেছেন, তার প্ল্যাটফর্মটি ইচ্ছাকৃতভাবে ২০২২ সালে ভিডিও ও রিল (শর্ট ভিডিও) প্রচারে বেশি মনোনিবেশ করেছিল। অথচ ইনস্টাগ্রামের শুরুই হয়েছিল ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে।

যদিও তিনি দাবি করেছেন, ভিডিও বেশি দেখানোর কারণ পর্যাপ্ত ছবি না থাকা।

একই সঙ্গে অ্যাডাম মোসেরি আশ্বস্ত করেছেন, এরই মধ্যে হোমপেজে প্রদর্শনের ক্ষেত্রে ভিডিও/রিল ও ছবির মধ্যে ভারসাম্য তৈরি করতে কাজ শুরু করেছে ইনস্টাগ্রাম। ছবি ও ভিডিও উভয়ই এখন সমান গুরুত্ব পাচ্ছে।

ইনস্টাগ্রামের পরিবর্তনটি পছন্দ ছিল না এ প্ল্যাটফর্মে থাকা আলোকচিত্রীদের। অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছিলেন। নতুন করে ইনস্টাগ্রাম-প্রধানের আশ্বাসে হয়তো তারা ফিরতেও পারেন।

এদিকে একই অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে থাকলেও এখন পর্যন্ত প্ল্যাটফর্মটির দায়িত্বশীল কেউ এ বিষয়ে মুখ খোলেননি।

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৮


সূত্র : প্রতিদিনের বংলাদেশ