সিলেট জেলা সমাজসেবা অফিসের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে সরকারের পাশাপাশি গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের কার্যক্রম প্রশংসনীয়। প্রতিবন্ধী মানুষের শিক্ষা, চিকিৎসা ও সেবামূলক কাজ সহ জীবন মান উন্নয়নে এ সংগঠন সর্বদা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

 


তিনি এ ফাউন্ডেশনের মত অন্যান্য সংগঠনগুলোকে প্রতিবন্ধী মানুষের সেবা ও সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।

 

জেলা সমাজসেবা অফিসের গতকাল ২৫ জানুয়ারি বুধবার বিকালে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ এর কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড থেকে প্রাপ্ত শীতবস্ত্র প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলে।

 

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর ভাইস চেয়ারম্যান এ এইচ এম ইসরাইল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সিলেট সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্ভ্রাট, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়, সমাজসেবী খালিকুর রহমান।

 

জিডিএফ এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবস্থাপক স্বপন মাহমুদ।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিবন্ধী নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মাসুম আহমদ চৌধুরী।

 

উপস্থিত ছিলেন জিডিএফ’র নির্বাহী সদস্য প্রমেশ দত্ত, শিক্ষিকা নমিতা রাণী দে, সাবিনা ইয়াসমিন, সুপার ভাইজার রায়হান খান, নাগরিক পরিসদের সদস্য নাদিম খান সহ শিক্ষার্থীবৃন্দ।

 

অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে দেড় শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১