সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে দীর্ঘ দেড় মাস পর আসছে চুনাপাথর।

 


বুধবার (২৫ জানুয়ারি) থেকে বাংলাদেশে ডুকতে শুরু করেছে ভারতীয় গাড়ি। এর আগে ভারতের অভ্যন্তরীণ কারণে বন্ধ হয়েছিল পাথর আমদানি।

 

ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের সভাপতি শাহাব উদ্দিন বলেন, দীর্ঘদিন পরে ভারত থেকে পাথর আসাতে ব্যবসায়ীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। তবে ডলার সংকটে এলসি করতে না পারায় তাদের অনেকটা বিপাকে পড়তে হচ্ছে। সরকার যদি ডলার সংকট কাটিয়ে এলসি করার সুযোগ করে দেয় তাহলে ব্যবসায়ীদের পাশাপাশি বড় অংকের ট্যাক্সও পাবে সরকার।


সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-২৪