ডোনাল্ড ট্রাম্পকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে, অ্যাকাউন্টগুলোর ওপর দুই বছরের স্থগিতাদেশ শেষ হওয়ার পর ফিরতে পারবেন তিনি।

সোশ্যাল মিডিয়া জায়ান্ট বলেছে, স্থগিতাদেশ আগামী সপ্তাহে শেষ হবে।


একটি বিবৃতিতে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেছেন, জনসাধারণ তাদের রাজনীতিবিদরা কী বলছেন তা শুনতে সক্ষম হবেন।

২০২১ সালে ক্যাপিটল দাঙ্গার পরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

ক্লেগ বলেছেন, ক্যাপিটলে সহিংসতায় জড়িত লোকদের জন্য ট্রাম্পের প্রশংসা করার পরে ফার্মটি পদক্ষেপ নিয়েছে।

‘সাসপেনশন ছিল অসাধারণ পরিস্থিতিতে নেওয়া একটি অসাধারণ সিদ্ধান্ত,’ যোগ করেন তিনি।

নিক ক্লেগ বলেন, একটি পর্যালোচনায় দেখা গেছে যে, ট্রাম্পের অ্যাকাউন্টগুলো আর জনসাধারণের নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকির প্রতিনিধিত্ব করে না।

কিন্তু ট্রাম্পের অতীতের ‘লঙ্ঘনের’ কারণে তিনি অপরাধের পুনরাবৃত্তির জন্য উচ্চতর শাস্তির মুখোমুখি হবেন।

রিপাবলিকানরা ট্রাম্পকে ফেসবুকে ফেরার অনুমতি দেওয়ার জন্য চাপ দিয়ে আসছে। কারণ তিনি পরের বছর আবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া কোম্পানি ট্রুথ সোশ্যালে বুধবার এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আপনার প্রিয় রাষ্ট্রপতি, আমাকে’ নিষিদ্ধ করার পরে ফেসবুক ‘কয়েক বিলিয়ন লোকসান’ করেছে।’

‘এমন ঘটনা আর কখনো একজন বর্তমান রাষ্ট্রপতি বা অন্য কারো সঙ্গে ঘটা উচিত নয়, যিনি প্রতিশোধযোগ্য নন!’ বলেন ট্রাম্প।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৭