বিপিএলের সিলেট পর্বে অসদাচরণ করে শাস্তি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। এজন্য তাঁকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন শান্ত।

বিপিএলে এবার ভালো করছেন শান্ত। গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪৪ বলে ৬০ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ওঠেছেন সিলেট স্ট্রাইকার্সের এই ব্যাটসম্যান।


গতকালের ম্যাচে চট্টগ্রামের বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামানের বলে স্টাম্পড হয়ে যখন ফিরে যাচ্ছিলেন শান্ত, তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি।

ফেরার পথে ডাগআউটের কাছে হতাশায় নিজের হেলমেট ছুড়ে ফেলেন শান্ত।

এ ধরনের আচরণ বিসিবির কোড অব কনডাক্টের ২.২ অনুচ্ছেদের লঙ্ঘন। ফলে শাস্তির মুখে পড়তে হয়েছে শান্তকে। একই সঙ্গে তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছে।

বিসিবির মিডিয়া বিভাগ আজ সকালে জানায়, ম্যাচ রেফারি দেবব্রত পালের সামনে অভিযোগ মেনে নেন শান্ত। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে