সুনামগঞ্জের দোয়ারাবাজারে কলোনী গ্রাম এলাকার আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘরে ঘরে গিয়ে নিজ হাতে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা প্রিয়াংকা।

 


মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে প্রচন্ড শৈত্য প্রবাহ ভেদ করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘরে ঘরে গিয়ে নিজ হাতে কম্বল বিতরণ করেন তিনি।

এসময় তার সাথে ছিলেন- উপজেলা কৃষি অফিসার শেখ মোহাম্মদ মহসিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোছাইন, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি এম এ মোতালিব ভুইয়া,  ইউপি সদস্য আব্দুল কাদির, রাশিদা বেগম প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-৩১