শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগ’র (সিইই) উদ্যোগে ২০১৮ সালের পর আবারো আয়োজিত হতে যাচ্ছে ‘এক্সিড- ২০২৩’। শাবি ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ২ মার্চ শাবি ক্যাম্পাসে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠানটির পাবলিকশন এন্ড পাবলিসিটি টিম এর লিড সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এই প্রতিযোগিতার অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। বীপববফ.পববংঁংঃ.পড়স এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। এছাড়াও শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় নির্মিত টেন্টে অফলাইন রেজিস্ট্রেশনেরও সুযোগ রয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারী (শুক্রবার) পর্যন্ত চলবে এই রেজিষ্ট্রেশন কার্যক্রম।
তিনি জানান, ‘এক্সিড- ২০২৩’ এ সর্বমোট ৭টি সেগমেন্ট নিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। সেগমেন্টগুলো হল- মেকানিকস সলভিং, অটোক্যাড ড্রাফটিং, ট্রাস মেকিং,জিকে কন্টেস্ট, কেস কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন এবং ফটো এক্সিবিশন।
এ বিষয়ে পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বশিরুল হক জানান, গত ১৮ জানুয়ারি থেকে আমাদের রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে আমাদের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে চলমান রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-০২