সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের প্রয়াত সদস্য সিদ্দিক আহমদ স্মরণে কোরআনের খতম, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ৩ টায় নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল।



নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম খান, নন্দিরগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজ উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, নন্দিরগাওঁ দারুসসালাম মাদরাসার মুহতামিম মাওলানা রফিক আহমদ মহল্লী। 


এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দিরগাওঁ ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. মিজানুর রহমান  নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের সদস্য আক্তার মিয়া, আনিস মিয়া ,জালাল উদ্দিন, মতিউর রহমান, আজির উদ্দিন, এরশাদ আলী, নন্দিরগাওঁ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মিসবাহ আহমদ, নন্দিরগাওঁ ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মমিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল আহমদ প্রমুখ। এর আগে  প্রয়াত ইউপি সদস্য সিদ্দিক আহমদের  রুহের মাগফেরাত কামনা করে কোরআনে খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন নন্দিরগাওঁ দারুসসালাম মাদরাসার মুহতামিম মাওলানা রফিক আহমদ মহল্লী।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১৫