দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ মো. মতিউর রহমান বলেছেন, শিক্ষার্থীরাই আগামীর সু-শৃঙ্খল জাতির কর্ণধার। মেধাবী শিক্ষার্থীরা যদি দেশ সেবাই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে একটি আদর্শ দেশ হিসেবে আমরা উন্নতি লাভ করব। বিদ্যালয় ও শিক্ষার্থীদের সঠিক পরামশর্ এবং সহযোগিতা প্রদানে অভিভাবকের সজাগ দৃষ্টি রাখতে হবে। আগামীর সু-শৃঙ্খল জাতি পেতে হলে সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে।

 


সোমবার দুপুরে রাজনীতিবিদ মো. আব্দুল ওয়াহিদ এর আয়োজনে বলদি আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে তেতলী ইউনিয়নের ৪টি বিদ্যালয় ও মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

 

তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মইনুল ইসলাম এর সভাপতিত্বে ও যুব সংগঠক দিলোয়ার হোসেন মামুন এর পরিচালনায় অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা জিলাল আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন- সংবর্ধনা অনুষ্ঠানের উদ্যোক্তা রাজনীতিবিদ মোঃ আব্দুল ওয়াহিদ।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের  পরিচালক মোঃ হুমায়ুন আহমদ, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি ও শিক্ষানুরাগী শাহাব উদ্দিন, বলদী আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস ছালাম, ছমিপুর দাখিল মাদরাসার প্রিন্সিপাল মাও. মোঃ ইসমাঈল আলী, প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল আচার্য্য।

 

আমন্ত্রতি অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী, ব্যবসায়ী লায়েক আহমদ ও শফিক মিয়া, প্রগতি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, রাজনীতিবিদ মঈনুদ্দিন ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শরীফ আহমদ।

 

অনুষ্ঠানে শিক্ষাবিদ, রাজনীতিবিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শেষে তেতলী ইউনিয়নের বলদী আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়, ছমিপুর দাখিল মাদরাসা ও প্রগতি উচ্চ বিদ্যালয়ের ২০২২ সনের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩