কুলাউড়া উপজেলায় আলিম পরীক্ষার ফলাফলে ভূকশিমইল আলিম মাদ্রাসা উপজেলার মধ্যে ১ম স্থান ও শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসা সর্বোচ্চ জিপিএ-৫ অর্জনে সক্ষম হয়েছে।

 


উপজেলার ৬টি মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী ২২৩ জনের মধ্যে ১৯৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ৫টি প্রতিষ্ঠানের ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। উপজেলায় পাশের হার ৮৭.০০ শতাংশ।

উপজেলা পর্যায়ে পরীক্ষার ফলাফলে ভূকশিমইল আলিম মাদ্রাসার ১৮ জনের মধ্যে ১৭ জন উত্তীর্ণ হয়ে ও শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার ৪ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে ১ম স্থান অর্জন করেছে।

 

মাদ্রাসাভিত্তিক ফলাফলে মনসুর মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসা থেকে ৩৫ জনের মধ্যে ১ জন জিপিএ-৫ সহ ২৯ জন, শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসা ৩৯ থেকে ৪ জন জিপিএ-৫ সহ ৩৫ জন, ভূকশিমইল আলিম মাদ্রাসা ১৮ জন থেকে ১৭ জন, হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ৫৪ জনের মধ্যে ২ জন জিপিএ-৫ সহ ৪৪ জন, রবিরবাজার দারুছুন্নাহ আলিম মাদ্রাসা থেকে ৪৯ জনের মধ্যে ১ জন জিপিএ-৫ সহ ৪৪ জন ও ভাটেরা সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসা থেকে ২৮ জনের মধ্যে ১ জন জিপিএ-৫ সহ ২৫ জন পাশ করেছে।

 


সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-০৩