ভাল কাজ করার জন্য সিলেট মহানগর পুলিশের ২২ কর্মকর্তাকে পুরস্কৃত করলো সিলেট মেট্রোপলিটন পুলিশ। জানুয়ারি মাসে ভাল কাজ করার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ অফিসার এবং কর্মকর্তাকে এই পুরষ্কার দেয়া হয়। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর অনুষ্ঠিত এসএমপির মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় তাদের পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, সহকারী পুলিশ কমিশনার মোঃ মাইন উদ্দিন খাঁন (দক্ষিণ সুরমা থানা), অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার (দক্ষিণ সুরমা থানা), ইন্সপেক্টর সুমন কুমার চৌধুরী (পরিদর্শক তদন্ত-দক্ষিণ সুরমা থানা), ইন্সপেক্টর মোঃ আবুল বশর চৌধুরী (সদর বিভাগ), ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান (ডিবি), ইন্সপেক্টর মোঃ আলী আশ্রুফ, পিপিএম (প্রশিকিউশন), ইন্সপেক্টর আল আমিন (সিটিএসবি),  টিআই মোঃ দেলোয়ার হোসেন খাঁন (ট্রাফিক), এসআই সাজেদুর করিম সরকার (কোতোয়ালি মডেল থানা), এসআই মোঃ আতিকুর রহমান (ডিবি), এসআই কাজী আহম্মেদ হোসেন (প্রসিকিউশন), এসআই মোঃ কামরুল ইসলাম (সদর বিভাগ), টিএসআই নিখিল চন্দ্র সাহা (ট্রাফিক বিভাগ), এসআই মোঃ এলামুল হক চৌধুরী (সিটিএসবি), এএসআই মোঃ রেজাউল করিম (জালালাবাদ থানা), এএসআই বিলকিস আক্তার (সদর বিভাগ), এটিএসআই মোঃ গাজী মাজহারুল ইসলাম (ট্রাফিক বিভাগ), এএসআই শম্ভু দেব (সিটিএসবি) ও কনস্টেবল মোঃ হুমায়ুন কবির (মোটরযান শাখা)।


বিশেষ পুরস্কার প্রদান করা হয় এসএমপির গোপনীয় শাখায় কর্মরত সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর মোঃ জামসেদ জামিল অপু এবং প্রশাসনিক শাখায় কর্মরতঅফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক  মোঃ নেছার উদ্দিন ।

এছাড়া দুপুরে এসএমপি হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে ফেব্রুয়ারির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমপির পুলিশ কমিশনারের মোঃ নিশারুল আরিফ।

পুরস্কার প্রদানকালে পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ বলেন, ভাল কাজের জন্য যেমন পুরস্কার প্রদান করা হচ্ছে তেমনি কোন পুলিশ সদস্য খারাপ কাজ করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। এসময় তিনি বিগত মাসে পুলিশি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জানান।

তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির জন্য এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার জন্য এসএমপির সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন এসএপি কমিশনার। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ও ইএন্ডডি) মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও কর্মকর্তারা।


সিলেটভিউ২৪ডটকম/নাজাত-০৭/পিডি