মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার এই বনভোজনের আয়োজন করা হয়।
এবারের বনভোজন সম্পন্ন হয়েছে মৌলভীবাজারের মাধবপুর লেকে।
বনভোজনের উদ্দেশ্যে গতকাল সকালে চৌহাট্টা থেকে ছয়টি বাস ছাত্র-ছাত্রী এবং শিক্ষকবৃন্দদের নিয়ে রওয়ানা হয়। স্পটে পৌঁছে সবাই প্রথমে মাধবপুর লেক পরিদর্শন করেন। পরবর্তীতে খেলাধুলা ও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে পুরস্কার বিতরণ ও লটারি ড্র এর মাধ্যমে বনভোজন এর সমাপ্তি হয়।
উক্ত বনভোজনে ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, ব্যবসায় প্রশাসন বিভাগের হেড মো. মাসুদ রানা, অর্থনীতি বিভাগের হেড অধ্যাপক ড. মো. জামাল উদ্দিনসহ ব্যবসায় প্রশাসন বিভাগের সকল শিক্ষক এবং ছাত্র-ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে