প্রতি বছরের মতো এবারও বসন্ত উৎসবের আয়োজন করছে নৃত্যশৈলী। তবে এবারের বসন্তকে ভিন্ন স্বাদে গ্রহণের জন্য আগামী মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাগুনে বিকাল সাড়ে ৪টায় 'বসন্ত উৎসব'র আয়োজন করবে সিলেট মহানগরের কিন ব্রিজসংলগ্ন জালালাবাদ পার্কে।
এতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন নৃত্যশৈলী নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর