সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি আগে কখনও যা করতে পারেনি, এবার তা করে দেখাল সিলেট স্ট্রাইকার্স। টুর্নামেন্ট শুরুর আগে যা ছিল অনেকটা অভাবনীয়, এই দল সেটিকেও সম্ভব করে ছাড়ল। এমনকি দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে তারা হারিয়ে দিল শেষ তিন ওভারে নাটকীয়তায়। এটা কী মাশরাফি বিন মুর্তজার ম্যাজিক?

প্রসঙ্গটি উঠতেই থামিয়ে দিলেন মাশরাফি নিজেই। সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক কৃতজ্ঞতা জানালেন সৃষ্টিকর্তার প্রতি।


বিপিএল আর ‘ম্যাশ-ম্যাজিক’ অনেকটা পাশাপাশিই উচ্চারিত হতো একটা সময়। বিপিএলের প্রথম তিন আসরের চ্যাম্পিয়ন অধিনায়ক তিনি। তৃতীয়বার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা জিতিয়েছিলেন খুব ভালো দল না নিয়েও। এক আসর বিরতির পর পঞ্চম আসরে আবার তিনি ট্রফি উঁচিয়ে ধরেন রংপুর রাইডার্সের হয়ে।

এখনও পর্যন্ত তিনিই বিপিএলের সফলতম অধিনায়ক। তার নেতৃত্ব, পারফরম্যান্স আর ব্যক্তিগত ঝলকের নানা নজিরের স্বাক্ষী হয়ে আছে বিপিএলের আসর থেকে আসর।

দ্বিতীয় কোয়ালিফায়ারে মঙ্গলবার রংপুর রাইডার্সকে হারানোর পর সিলেটের মালিকপক্ষের প্রতিনিধিরা ড্রেসিং রুমের পর কোলে তুলে নিলেন মাশরাফিকে। তাকে ঘিরেই চলল ফাইনালে ওঠার উদযাপন।

সংবাদ সম্মেলনে তাকে সরাসরিই প্রশ্ন করা হলো ম্যাশ-ম্যাজিক নিয়ে। কিন্তু বরাবরের মতোই তিনি এগিয়ে গেলেন নিজের প্রসঙ্গ। জানিয়ে রাখলেন ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে লড়াইয়ের আশাবাদও।

মাশরাফি বলেন, “কোনো ম্যাজিক নেই, সব আল্লাহর রহমত। হারিনি বলে যে হারব না, তা নয়। আবার হেরে যাওয়ার জন্যও নামব না। আগে যা হয়েছে, তা স্মরণ করে লাভ নাই। পরশু আমাদের একটা ফাইনাল আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

“যদিও কুমিল্লা দল অনেক অনেক ভালো, এই টুর্নামেন্টের যে কোনো দল থেকে। কিন্তু তার মানে এই নয় যে, তাদের সঙ্গে আমরা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারব না। আমরা পুরো টুর্নামেন্টে যে স্বাভাবিক খেলা খেলে এসেছি, নিজেদের দিকে যদি মনোযোগ ঠিক রাখতে পারি, গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় যদি অবদান ঠিকমতো রাখতে পারি, তাহলে কেন নয়? তবে সুনির্দিষ্ট করে আমার ম্যাজিক বলে কিছু নেই। ভালো খেলছে ছেলেরা। আশা করি, আরেকটা ম্যাচ ভালো খেলবে।”

এবারের আসরে শুরু থেকে সীমাবদ্ধতার মধ্যেও যথেষ্ট ভালো বোলিং করে আসছিলেন মাশরাফি। পরের দিকে চোটের কারণ খুব একটা বোলিং করতে পারেননি। তবে রংপুরের বিপক্ষে মঙ্গলবার ৩ ওভার বোলিং করেন। পঞ্চশ ওভারে রুবেল হোসেন এক ওভারে চার বাউন্ডারি হজম করার পর ষোড়শ ওভারে মাশরাফি এসে রানের রাশ টেনে ধরেন। রনি তালুকদার ও নুরুল হাসান সোহান তখন দুর্দান্ত ছন্দে থাকলেও সিলেট অধিনায়কের ওই ওভারে চারটি সিঙ্গেলের বেশি নিতে পারেননি। সিলেটের ম্যাচে ফেরার শুরু সেখান থেকেই।

বিপিএলে পঞ্চম শিরোপার আশায় বৃহস্পতিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে