প্রেমকাব্য’র পর আরও একটি নতুন সিনেমায় নাম লেখালেন চিত্রনায়িকা মৌ খান। নাম ‘ডিলেট’। ব্ল্যাক পিপার এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিতব্য এই ছবিটি পরিচালনা করবেন সুজন বড়ুয়া।


চিত্রনায়িকা মৌ খান জানান, ফ্যান্টাসি রোমান্টিক প্রেমের গল্পের সিনেমা ‘ডিলেট। বাস্তবে যা এখনো হয়নি, এমন একটি প্রেমের গল্প উঠে আসবে এই ছবিতে।


অভিনেত্রী বলেন, ‘নতুন ছবির গল্পটি চমৎকার। চিত্রনাট্য পড়েই ভালো লেগেছে। আমার চরিত্রটিও দারুণ। এই জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি দারুন একটি ছবি হবে।’

কিন্তু ছবির নায়ক কে? মৌ খান জানান, নায়ক এখনো চূড়ান্ত হয়নি।

পরিচালক সুজন বড়ুয়া বলেন, ‘মানুষের প্রেম-ভালোবাসার মাঝে অনেক কিছু ডিলিট করা হয়। এমন গল্পই দেখা যাবে ছবির গল্পে। তাই নাম রেখেছি ‘ডিলিট’। যা কিছু মন্দ, প্রেম থেকে তা ডিলিট করে শুদ্ধ প্রেমের কথা বলব আমরা।’

জানা গেছে, আগামী এপ্রিল মাসে ছবিটির শুটিং শুরু হবে। ঢাকার কিছু মনোরম লোকেশনে শুটিংয়ের মধ্য দিয়ে শুরু হবে এর দৃশ্যধারণ। তারপর সিলেটসহ নানা অঞ্চলে চলবে চিত্রায়ন।

 


 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-১৮


সূত্র : ঢাকা টাইমস