২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছাড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর প্রশ্ন ওঠে পর্তুগিজ সুপারস্টারের জায়গা নেবে কে? আদৌ কি তার শূন্যতা পূরণ করতে পারবেন কেউ? শূন্যস্থান ফাঁকা থাকেনি। দ্যুতি ছড়িয়ে রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা বনে গেছেন করিম বেনজেমা। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে ব্যালন ডি’অর জেতেন ফরাসি ফরোয়ার্ড। চলতি মৌসুমেও রয়েছেন ছন্দে। জালের দেখা পাচ্ছেন প্রায় নিয়মিত। রিয়াল মাদ্রিদের সবশেষ ম্যাচেও গোল করেছেন বেনজেমা। জোড়া লক্ষ্যভেদে রাউল গঞ্জালেসকে ছাড়িয়ে রিয়ালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। বেনজেমার কীর্তি অর্জনের রাতে দাপুটে জয় পায় রিয়াল। 


বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ লা লিগার ম্যাচে এলচেকে ৪-০ গোলে উড়িয়ে দেয় স্বাগতিকরা।


ঘরের মাঠে ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

গোলটি করেন স্প্যানিশ উইঙ্গার মার্কো আসেনসিও। ৩১তম মিনিটে ব্যবধান বাড়ান করিম বেনজেমা। ফরাসি ফরোয়ার্ডের হেডে বল এলচের চিলিয়ান ডিফেন্ডার এনজো রোকোর হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর সফল স্পটকিকে লা লিগায় নিজের ২২৯তম গোলটি করেন বেনজেমা। কিংবদন্তি রাউল গঞ্জালেস ৫৫০ ম্যাচে ২২৮ গোল করেছিলেন। লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোলের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো। ২৯২ম্যাচে ৩১১ গোল করেছিলেন পর্তুগিজ সুপারস্টার।

বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন বেনজেমা। এবারও পেনাল্টি থেকে গোল পান তিনি। অর্থাৎ, রিয়াল মাদ্রিদের হয়ে বেনজেমার গোল সংখ্যা এখন ২৩০। আর ম্যাচের ৮০তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন রিয়াল মাদ্রিদের ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদরিচ।

এই জয়ে লা লিগা টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমলো রিয়াল মাদ্রিদের। ২১ ম্যাচে ১৫জয় ও ৩ হারে দুইয়ে থাকা লস ব্লাঙ্কোদের পয়েন্ট ৪৮। সমান ম্যাচ খেলে ১৮ জয় ও ১ হারে ৫৬ পয়েন্ট বার্সেলোনার। ৮ পয়েন্টে এগিয়ে ব্লাউগ্রানারা।

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৬


সূত্র : মানবজমিন