হবিগঞ্জের আজমিরীগঞ্জে টং দোকানের আড়ালে গাঁজা বিক্রির সময় শ্রীকান্ত চন্দ্র দাস ওরফে শুক্কুর (৬০) নামে গাঁজা ব্যবসায়ীকে দুই কেজি গাঁজাসহ আটক করছে স্থানীয়রা।
 

এরপর পুলিশে খবর দিলে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক প্রদীপ রায় গাঁজাসহ শ্রীকান্ত চন্দ্র দাস ওরফে শুক্কুরকে আটক করে থানায় নিয়ে যায়।
 


শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় উপজেলার বদলপুর ইউনিয়নের পাহারপুর বাজারে থেকে তাকে আটক করে।

আটককৃত শ্রীকান্ত চন্দ্র দাস ওরফে শুক্কুর বদলপুর ইউনিয়নের পাহাড়পুর পশ্চিম হাটীর বাসিন্দা।
 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সাধুবেশী শ্রীকান্ত চন্দ্র দাস ওরফে শুক্কুর পাহারপুর বাজারের সবজি শেডের ভিতর টং দোকানের আড়ালে  দীর্ঘদিন যাবত গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছিলো। শুক্রবার দুপুর আড়াইটায় বিষয়টি স্থানীয়দের নজরে আসলে স্থানীয়রা শ্রীকান্ত ওরফে শুক্কুরকে দুই কেজি গাঁজাসহ আটক করে পুলিশে খবর দেয়। বিকাল সাড়ে ৩টায় আজমিরীগঞ্জ থানার উপ পরিদর্শক প্রদীপ রায় ঘটনাস্থলে পৌঁছে শ্রীকান্ত দাস ওরফে শুক্কুরকে আটক করেন।
 

আজমিরীগঞ্জ থানার উপ পরিদর্শক প্রদীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত শ্রীকান্ত দাস ওরফে শুক্কুর এর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।
 


সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/এসডি-০৩