দীর্ঘ সময় প্রেম করার পর স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে-কে বিয়ে করেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। কয়েক বছর সংসার করার পর বিচ্ছেদও হয়ে গেছে তাদের। প্রাক্তন সেই স্বামীকে কি খুন করতে চান শাকিরা? তার ঠোঁটে সেই ইঙ্গিতই পাওয়া গেছে।

 


সম্প্রতি একটি টিকটক ভিডিও প্রকাশ পেয়েছে শাকিরার। সেখানে একটি পপ গান ‘আই মাইট কিল মাই এক্স’ (বাংলা অর্থ, আমি নিজের প্রাক্তনকে খুন করতে পারি)-এ ঠোঁট মেলাতে দেখা যায় শাকিরাকে। সেই সময় ঘর পরিষ্কার করছিলেন তিনি।

শাকিরার সেই ভিডিও প্রকাশ পাওয়ার পরে ভক্তদের প্রশ্ন, তবে কি নিজের প্রাক্তন পিকে-কে এবার খুন করতে চান শাকিরা! এতটাই তিক্ততা তার মনের মধ্যে।

বিচ্ছেদের পর থেকে তিক্ততা বেড়েই চলেছে পিকে-শাকিরার। এর আগে নিজের নতুন গানে প্রাক্তনের সমালোচনা করেছিলেন শাকিরা। গানের ছত্রে ছত্রে পিকে-কে বিঁধেছিলেন কলম্বিয়ান গায়িকা। শাকিরার গানে বিভিন্ন কথা পিকের উদ্দেশে লেখা বলে মনে করেছেন অনেকে।

সেখানে বলা হয়েছে, ‘টুইঙ্গো গাড়ি (কম দামি গাড়ি) কেনার ক্ষমতা যার, সে নাকি ফেরারি (বিলাসবহুল গাড়ি) কিনতে এসেছে।’ আর একটি লাইনে বলা হয়েছে, ‘ক্যাসিয়োর ঘড়ি (কম দামি) পরার সামর্থ্য নেই, সে কিনতে গেছে রোলেক্স (বহুমূল্য ঘড়ি)।’

অপর একটি লাইনে বলা হয়েছে, ‘আমার মতো নেকড়েজাতীয় মহিলা তোমার মতো পুরুষের জন্য নয়।’

শাকিরার সঙ্গে বিচ্ছেদের পরে ক্লারা চিয়া মার্তির সঙ্গে নিজের প্রেমের কথা ঘোষণা করেছেন পিকে। কয়েক দিন আগেই নিজের ইনস্টাগ্রামে প্রেমিকার সঙ্গে ছবি দিয়েছেন পিকে। তিনি বুঝিয়ে দিয়েছেন, শাকিরা এখন অতীত। নতুন প্রেমিকাকে নিয়ে খুশি তিনি।

তবে সবটা কি এতটাই সহজ ছিল!

স্পেনের ক্রীড়া সাংবাদিক জর্ডি মার্টিন জানিয়েছেন, শাকিরার সঙ্গে বিচ্ছেদের পর আফসোস করছিলেন পিকে। এক মাস পরে তিনি শাকিরার কাছে ফিরতে মরিয়া হয়ে উঠেছিলেন। কিন্তু শাকিরা সেই সম্পর্ক আর নতুন করে শুরু করতে চাননি। তারপর পাকাপাকি বিচ্ছেদ হয়ে যায় তাদের।

মার্টিন আরও দাবি করেন, আগেও নাকি অনেক বার অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পিকে। সেগুলো ক্ষমা করে দিয়েছিলেন শাকিরা। কিন্তু ক্লারার সঙ্গে পিকের সম্পর্ক মেনে নিতে পারেননি তিনি। সে কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন গায়িকা।

 


সিলেটভিউ২৪ডটকম / নাজাত - ১১


সূত্র : ঢাকা টাইমস