শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন "কিশোরগঞ্জ স্টুডেন্ট'স এসোসিয়েশন" এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মোস্তাফিজ রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রঞ্জন আহমেদ উদয়।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির এক বার-বি-কিউ অনুষ্ঠানে ১৭তম কার্যকরী পরিষদে এই কমিটি ঘোষণা করা হয়।
এতে সংগঠনটির বিদায়ী সভাপতি সুজন চন্দ্র বৈষ্ণবের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক তানিম খন্দকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা এফইটি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম হিমেল, সুমন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক উসমান গণিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আলী আকবর সাব্বির, শফিউল রাব্বি, মো. আলাউদ্দিন, আল জান্নাতুন দীপ্তি, সার, রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাফফর তানভীর নিপুন, মহসিন হোসাইন, প্রান্ত ভৌমিক, মো. ইউসুফ, সাংগঠনিক সম্পাদক সিফাত বিন হামিদ, সহ-সাংগঠনিক সম্পাদক প্রজ্ঞা পাল মৃক্তিকা, আমিনুল ইসলাম, আকাশ আহমেদ, কোষাধ্যক্ষ ফারহানা রশিদ ইরিন, উপ-কোষাধ্যক্ষ মরিয়াম রুবি, উচ্ছ্বাস সাহা, আলমগীর হোসেন, প্রচার সম্পাদক জুবায়েদুল হক রবিন, উপ-প্রচার সম্পাদক তাহমিদুল ইসলাম মোবারক, তোফাজ্জল হৃদয়, দপ্তর সম্পাদক এসানুল করিম রাতুল উপ- দপ্তর সম্পাদক ইমামুল হক আপন, মো. মঈনুদ্দীন, সাহিত্য সম্পাদক উপমা সাহা, উপ-সাহিত্য সম্পাদক সৈয়দ আহমেদ রিংকু, নাফিউল আলম পূর্ণ, নাইম আহমেদ, প্রকাশনা সম্পাদক হারুয়া জান্নার অর্পা, উপ-প্রকাশনা সম্পাদক সুমাইয়া খাতুন, তার তিলা সেবা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো.জীবন
উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনিরুজ্জামান, আরিফ মিয়া, সজীব মিয়া, ক্রীড়া সম্পাদক শাকিল হায়াৎ, উপ-ক্রীড়া সম্পাদক জোনায়েদ খান, দীদার হোসেন, ফাতেমা আক্তার মিতু, সাংস্কৃতিক সম্পাদক ইসরাত জাহান, উপ-সাংস্কৃতিক সম্পাদক সাবিকুন্নাহার, জসিমউদ্দীন, অনন্যা, ধর্ম বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক পার্থ সরকার, মুয়িদা আক্তার ফাহমিদা, সমাজকল্যাণ সম্পাদক মো.নাদিমুল, উপ-সমাজকল্যাণ সম্পাদক ইমরান, ইলিয়াস সানী, তানিয়া আক্তার, আপ্যায়ন সম্পাদক মো.তারেক, উপ আপ্যায়ন সম্পাদক অনাদি, অর্পিতা সাহা, সুমাইয়া তাবাসসুম মীম, পরিবেশ বিষয়ক সম্পাদক আফিফ আনজুম নিলয়, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক ফরহাদ ইমন , সাদিকুল ইসলাম নয়ন, লায়লা, মেধা বৃত্তি বিষয়ক সম্পাদক রনি আহমেদ, উপ মেধা বৃত্তি বিষয়ক সম্পাদক আনোয়ার, সুমন, সাফায়েত হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক রিতু, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক অনামিকা ইসলাম, হাফসা, আনিকা মারজান, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আরমান মিয়া, উপ পপরিকল্পনা বিষয়ক সম্পাদক শতাব্দি, ফজলে রাব্বি, আকরাম, নুসরাত জাহান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রায়হান, উপ ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লোকমান, রূপা দেবনাথ, ইকরাম।
এছাড়াও কার্যকরী সদস্য হিসাবে মনোনীত হন প্রান্ত বর্মন, ফারহান মুহির, ফাতেমাতুজ্জহরা, আসমাউল হুসনা প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম /নোমান /নাজাত - ১৪