সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার তাঁতীলীগের আহবায়ক আতিকুর রহমান মিঠু বলেছেন, আগামীতে রাজনৈতিক তথা দলীয় কোন প্রতীক নিয়ে তিনি নির্বাচন করবেন না।
রোববার (১৯ ফেব্রুয়ারি) ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনে তৃণমূল পর্যায়ে তিন ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে দলীয় মনোনয়ন পাননি। এরপরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় আসে। আজকের সংবাদ সম্মেলনে সেই গুঞ্জন থামিয়ে দিয়ে সিলেট- ৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিবের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি নির্বাচন না করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। সেই সাথে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিটু বলেন, আগামীতে রাজনৈতিক তথা দলীয় মার্কা নিয়ে কোনো নির্বাচনে অংশ নিবেন না। তিনি প্রতিদিনই মানুষের কল্যাণে কাজ করেন। ভবিষ্যতে অরাজনৈতিকভাবে সারাদেশের কৃষকদের কল্যাণে কাজ করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান এবং আওয়ামী লীগ নেতা টিপু সুলতান।
সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/ইআ-০৯