পবিত্র হজপালন শেষে নবি (সা.)-এর কবর জিয়ারতের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আবদুল কাইয়ুম ওরফে পাখি মিয়া। হোটেল থেকে বের হওয়ার আগে হঠাৎ স্ট্রোক করে মারা যান তিনি।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সৌদির স্থানীয় সময় দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।


আবদুল কাইয়ুম কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মৌলভীগাঁও (লন্ডনি বাড়ির) বাসিন্দা। তিনি কুলাউড়া সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে আবদুল কাইয়ুমের চাচাতো ভাই লিটন আহমদ এই প্রতিবেদককে জানান, তার ভাই ও ভাবি গত ১৩ ফেব্রুয়ারি পবিত্র হজপালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। সোমবার দুপুরে পবিত্র হজপালন শেষে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় হোটেল থেকে বের হওয়ার আগে দুপুর ৩টার দিকে তিনি স্ট্রোক করে মারা যান।


সিলেটভিউ২৪ডটকম / অনি / ডি.আর