২১শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব কর্তৃক প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়। এতে ভার্সিটির শিক্ষার্থীদের মধ্য থেকে টিম ৫২ এবং টিম ৭১ নামে দুটি দল গঠন করা হয়। এতে টিম ৭১, টিম ৫২ কে ৬০ রানে পরাজিত করে। ৭ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হন ইইই বিভাগের মেহরাব।

 


প্রীতি ক্রিকেট ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. তোফায়েল আহমদ। 

 

এছাড়াও উপস্থিত ছিলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের লেকচারার ও আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ইনামুল আসিফ লতিফী, ফ্যাশন ডিজাইন বিভাগের লেকচারার ও আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের সহযোগী উপদেষ্টা মো: আজিজুল হাসান নাঈম, ইইই বিভাগের লেকচারার মশিউর আহমদ এবং সিএসই বিভাগের লেকচারার ইমাম মাহদি নিহাদ।

 

উক্ত প্রীতি ক্রিকেট ম্যাচটি আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট ও ইইই বিভাগের শিক্ষার্থী ফাইয়াজ হোসেন শাহী'র তত্ত্বাবধানে এবং ক্লাবের অন্যান্য সদস্যদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

 

আয়োজকদের পক্ষ থেকে ফুড এন্ড বেভারেজ পার্টনার ব্যুফে প্যারাডাইজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার এবং মিডিয়া পার্টনার সিলেটভিউ২৪ডটকমকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।