মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরীর উপশহরস্থ নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আয়ুর্বেদিক ও তিব্বিয়া কলেজ এর সাবেক অধ্যক্ষ বিশিষ্ট কবি ডা.মাশুকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্ক ভিউ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল লতিফ, নলেজ হারবারের পরিচালক রেদওয়ানা তাবাসসুম বর্ণা। কলেজের অধ্যক্ষ কবি নাজমুল আনসারীর সভাপতিত্বে ও শিক্ষিকা সুমাইয়া ফেরদৌসের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ওমর শরীফ নোমান। অভিভাবকবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি অধিদপ্তরের কর্মকর্তা তামান্না নাহার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা.মাশুকুর রহমান বলেন, প্রমিত বাংলা উচ্চারণ ও বিশুদ্ধ বানান শেখার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে ছাত্র জীবন। শিক্ষার্থীদের প্রথমে বাংলা ভাষা তারপর অন্যান্য আন্তর্জাতিক ভাষা শিক্ষনের উপর সবিশেষ গুরুত্বারোপ করতে হবে। তিনি নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজ এর বাংলা ভাষা শিক্ষার জন্যে গৃহীত বহুমুখী পদক্ষেপ এর ভূয়সি প্রশংসা করেন।
এসময় কলেজ শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুন্না বেগম, কানিজ ফাতেমা, নাসিমা বেগম, মাহবুবা আক্তার রুহি, মিসবাহুল জান্নাত, শফিকুল ইসলাম, আবূ নাসের , দিয়া হক , আফরোজা বেগম, সায়মা বেগম, আয়েশা রিয়া, সুমি চৌধুরী ও নাজমিন হক।
অনুষ্ঠানে একুশের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০১