সিলেটের ফেঞ্চুগঞ্জ পুর্ববাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । রোববার রাত ১১টার দিকে ফেঞ্চুগঞ্জ পুর্ববাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হয়।
আগুন নেভাতে সহযোগীতা করতে গিয়ে মারাত্মক আহত হয়েছেন ১নং ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তফফুর রহমান শাহিন।
জানা যায়, তিনি ফায়ার সার্ভিসের পানির পাইপ ধরেছিলেন হঠাৎ পাইপের ধাক্কা উনার মুখে লেগে মুখ ও দাঁতে আঘাত লাগে।
তাৎক্ষনিক তাকে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো জুনেদ খানের পাইকারী মুদি দোকান, শামসুল মিয়ার সুতার দোকান, খেলাঘর, বিনোদীনি ফার্মেসী, সৈয়দ মিয়ার সুতার দোকান, পানের দোকান, শুটকির আড়ৎ ও হাজী বিলালের সাইকেলের দোকান।
সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/ইআ-১৩