শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ (পিএসএস) সোসাইটির ২০২৩ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. মনির হোসেন তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আব্দুল হালিম।
বুধবার (১ মার্চ) দুপুর ২ টার দিকে পিএসএস বিভাগের অফিসে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জায়েদা শারমিন।
নির্বাচনে আরো দায়িত্ব পালন করেন পিএসএস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, সহযোগী অধ্যাপক ড. ফাহমিদা আক্তার ও সহকারী অধ্যাপক মোহাম্মদ ফাখরুছ ছালাম।
কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন- কোষাধ্যক্ষ মো. আলা উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ফারহানা রশিদ ঈরিন, সাংস্কৃতিক সম্পাদক মোহাইমিনুল ইসলাম, খেলাধুলা বিষয়ক সম্পাদক মোবাশ্বির বাঙালি, দপ্তর সম্পাদক মো. রিফাত ইসলাম, প্রকাশনা সম্পাদক সোহরাব হোসেন, কার্যকরী সদস্য-১ তামান মিয়া এবং কার্যকরী সদস্য-২ মুহয়ী জাহান জীম।
এছাড়া কমিটিতে পদাধিকার বলে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পিএসএস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১৪