হবিগঞ্জের আজমিরীগঞ্জে কৃষি জমির শ্রেনী পরিবর্তন করে অবৈধভাবে শেলো মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের সংবাদ সংগ্রহকালে দৈনিক যায়যায়দিনের আজমিরীগঞ্জ প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবু হেনা এবং দৈনিক নয়া শতাব্দীর আজমিরীগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি  ফরহাদ চৌধুরীকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়েছে। এসময় তাদের মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। 

 


বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর ১২ টায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর গ্রামে এই ঘঠনা ঘটে। ঘরদাইর গ্রামের সাবেক ইউপি সদস্য ও ঘরদাইর গ্রামের মৃত বায়োজিদ মিয়ার পুত্র শামীম মিয়া ও তার সহোদর ফুয়াদ সহ অবৈধ বালু উত্তোলনে জড়িতরা এই হুমকি প্রদান করেন।

সুত্রে জানাযায়, কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর গ্রামের সাবেক ইউপি সদস্য শামীম মিয়া বিগত এক মাসের বেশী সময় ধরে কৃষি জমির শ্রেনী পরিবর্তন করে কৃষি জমি থেকে অবৈধভাবে শেলো ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে কৃষি জমি ভরাট করে আসছে। এ নিয়ে বিগত দিনে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হলে কিছুদিন বালু উত্তোলন বন্ধ রাখেন শামীম। বিগত কযেক দিন যাবত পুনরায় আবারো বালু উত্তোলন শুরু করা হয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক আবু হেনা এবং ফরহাদ চৌধুরী সংবাদ সংগ্রহ করতে গেলে শামীম মিয়ার ভাই ফুয়াদ সহ বালু উত্তোলনে জড়িত কয়েকজন তাদের ছবি ও ভিডিও ধারন  করতে বাঁধা প্রদান সহ সংবাদ প্রকাশ হলে প্রাণনাশের হুমকি প্রদান করেন একই সাথে দুইজনের মোবাইল ফোন ও মোটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেন। 

ফরহাদ চৌধুরী ও আবুহেনা জানান, আমরা সংবাদ সংগ্রহ করতে গেলে আমাদের প্রথমে ছবি ও ভিডিও করতে বাঁধা প্রদান ও সংবাদ প্রকাশ হলে প্রাণ নাশের হুমকি দেন শামীম মিয়ার ভাই ফুয়াদ সহ আরো কয়েকজন। এ সময় শামীম মিয়া মুটোফোনে তার ভাই ফুয়াদকে আমাদের মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে বললে ফুয়াদ ও তার সহযোগীরা আমাদের মোটর সাইকেলের চাবি ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এসময় স্থানীয়দের সহযোগীতায় আমরা সেখান থেকে ফেরত আসি। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি আমরা। 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুক আলী বলেন, বিষয়টি ফোনে আমাকে জানানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে। 

 

সিলেটভিউ২৪ডটকম/ মিলাদ/ নাজাত-০৪