সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা বলেছেন, ‘বর্তমান সরকার প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছে। নতুন প্রজন্মকে আধুনিক, উন্নত নির্মাতা হিসেবে গড়ে তুলতে যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই। আমাদের অভিভাবকরা সচেতন ও যত্নবান হলে আজকের শিক্ষার্থীরা এদেশের সম্পদে রূপান্তরিত হবে।’
তিনি শুক্রবার (৩ মার্চ) সিলেট নগরীর ঐতিহ্যবাহী সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ৬৪ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী ২০২৩ উপলক্ষে তিন দিনব্যাপী মহোৎসবের দ্বিতীয়দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা আরও বলেন, ‘বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব প্রাক্তণ শিক্ষার্থীদের আলোড়িত ও আন্দোলিত করে। একইসাথে বর্তমান ও প্রাক্তনদের মাঝে সুন্দর ও সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠে।’ বিদ্যালয়ের উন্নয়ন ও সমৃদ্ধি ও মান সমুন্নত করতে সকলকে একাত্ম হয়ে কাজ করার আহবান জানান তিনি।
সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী উদযাপন পর্ষদের আহবায়ক কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এদিন শিক্ষক সম্মাননা, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২ মার্চ) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ৬৪ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী ২০২৩ মহোৎসবের বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে। শনিবার (৪ মার্চ) সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
সামগ্রিক আয়োজন আনন্দমুখর করতে রেজিস্ট্রেশনকৃত ও প্রাক্তন সকল শিক্ষার্থীকে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে উদযাপন পর্ষদ।
সিলেটভিউ২৪ডটকম/পিডি