শিশুদের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম ‘চাইল্ড মেসেজ’ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন শুনো আমাদের কথা’য় আজ মুখোমুখি হয়েছিলেন সিলেট জেলা শিশুদের জাতীয় সংসদের এমপি রানা মোহাম্মদ সোহেল ও জনপ্রিয় জাতীয় দৈনিক কালের কন্ঠ সম্পাদক শাহেদ আলী।
আয়োজনে এক শিশু জাতীয় সংসদের সাংসদকে প্রশ্ন করেন, আবহাওয়া অধিদপ্তরে ভুমিকম্প পর্যবেক্ষন করেন ৩য় শ্রেনীর কর্মচারীগন।বিষয়টি নিয়ে সরকারের ও সাংসদের ভুমিকা কি? বিষয়টি শুনে আশ্চর্য হয়ে দ্রুত সরকারের উচ্চপর্যায়ে নজরে আনার প্রতিশ্রুতি দেন জাতীয় পার্টি’র এই সিনিয়র নেতা মেজর সোহেল রানা। আয়োজন সুত্র জানিয়েছে, এসময় বাংলাভিশনের জলবায়ু সংবাদকর্মী কেফায়াত শাকিল জাতীয় সংসদের এমপি’র কাছে তার প্রতিবেদনের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
আরেক শিশু জাতীয় সংসদের এমপি কাছে প্রশ্ন করে জানতে চান, দ্রব্যমূল্যের ক্রমাগত বাড়ছে বিরোধী দল হিসেবে কতটা কথা বলছে বিষয়টি নিয়ে জাতীয় পার্টি?
এ সময় সাংসদ সোহেল রানা বলেন, সংসদে জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবসময় ই সোচ্চার তার দল।
আরেক শিশু জানতে চান এমপি’র কাছে, প্রাথমিক শিক্ষার্থীরা ই কেন শুধু দুধ পাবে তা সকল শিশু কেন পাবে না? বিষয়টি প্রধানমন্ত্রী নজরে আনার অনুরোধ জানানোর পর জবাবে এমপি সোহেল রানা জানান, বিষয়টি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী নজরে আনবেন তিনি।
আয়োজন সুত্র জানিয়েছে, কালের কন্ঠ সম্পাদক শাহেদ আলী শিশুদের আমন্ত্রন জানান পরিদর্শনের জন্য ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ।
কালের কন্ঠ সম্পাদক ও জাতীয় সংসদের এমপি কে কাছ থেকে পেয়ে আনন্দিত ছিলো শিশুরা।উপস্থাপনায় ছিলেন শিশু সাংবাদিক ফাতেমা বিনতে কালাম।
চাইল্ড মেসেজ নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী বলেন, ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড থার্টিন বাস্তবায়নে এইভাবে সাহসের সঙ্গে কাজ করে যেতে চাই আমরা।তিনি আরও বলেন, অংশ নেওয়া শিশুদের বেশীরভাগ ই চা বাগানে নিজেরাও কাজ করে পরিবারের সঙ্গে।আমরা আনন্দিত খুব ই তাদের মনের কথাও জাতীয় সংসদ কে জানাতে পেরে।পাশাপাশি ৩২ জন জাতীয় সংসদের এমপি কে শিশুদের মুখোমুখি করতে পেরে চাইল্ড মেসেজ বাংলা বিভাগ আনন্দিত।আমরা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছি।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১২