সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে এবার সবচেয়ে বড় ফুটবলের আসর বসেছে। গত ২৮ ফেব্রুয়ারি 'লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৩' নামে এই আসর শুরু হয়।
শনিবার (৪ মার্চ) এ টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে। দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ১ম ম্যাচে রাজবীর ফুটবল দল জালালপুর ট্রাইবেকারে লালাবাজার ১নং ওয়ার্ড ফুটবল টিমকে হারিয়েছে। আর ২য় ম্যাচে এফসি বার্সেলোনা আসুগঞ্জকে লালাবাজার ৮নং ওয়ার্ড ফুটবল টিম হারিয়েছে ১-০ গোলে।
প্রতিদিনের খেলার উদ্বোধনী ও ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন টুর্নামেন্টের আয়োজকরা।
শনিবারের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মোহাম্মদ মনির হোসাইন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৩’-এর পর্দা উঠে। লালাবাজার ইউপি কার্যালয় সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
খেলা পরিচালনা করছেন আক্কাস উদ্দিন আক্কাই। সহকারী হিসেবে আছেন কাওছার আহমদ ও গিয়াস উদ্দিন।
লালাবাজার ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে আয়োজিত ‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৩’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী আগামী ১৭ মার্চ অনুষ্ঠিত হবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মিআচৌ