ঐতিহাসিক ৭ মার্চ আজ। ১৯৭১ এর এই দিনে রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।

অগ্নিস্ফূলিঙ্গের মতো এই ভাষণ গোটা বাঙালি জাতিকে উজ্জীবিত করে, প্রেরণা যোগায়। রক্তক্ষয়ী সংগ্রামের জন্য প্রস্তুত হয় বাংলার মানুষ। যার পথ ধরে আসে বাংলাদেশের স্বাধীনতা।


ঐতিহাসিক এই ৭ মার্চ নানা আয়োজনে আজ মঙ্গলবার সিলেটে উদযাপন করা হচ্ছে। সরকারি, বেসরকারি সকল পর্যায়ে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সিলেট জেলা পরিষদ এবং সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।

সিলেট জেলা আওয়ামী লীগ, সিলেট মহানগর আওয়ামী লীগ, সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়, সিলেট জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, সিলেট জেলা পরিষদ, সিলেট মহানগর পুলিশ, সিলেট জেলা পুলিশ, প্রাণিসম্পদ বিভাগ, বন বিভাগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শ্রদ্ধা নিবেদন করে। এ ছাড়া ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক রণজিৎ সরকার, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, সিলেট জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, মহানগর পুলিশের কমিশনার ইলিয়াস শরীফ প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন।

জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে ৭ মার্চের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।

এদিকে, ৭ মার্চ উপলক্ষে সিলেটের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এমসি কলেজ, সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে