মঙ্গলবার (৭ মার্চ) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যকেন্দ্র চালুসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।
ঢাকা মেডিক্যালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের নিচে তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। যাদের রক্ত প্রয়োজন তাদের বিনা মূল্যে বাংলাদেশ ছাত্রলীগের তরফ থেকে রক্ত সংগ্রহ করতে আহ্বান জানানো হচ্ছে।
প্রসঙ্গত মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে একটি পাঁচতলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-৩১