রাজধানীর গুলিস্তানে মঙ্গলবার (৭ মার্চ) বিস্ফোরণের ঘটনায় বুধবার (৮ মার্চ) বিকেলে দ্বিতীয় দিনের মতো ভবনে উদ্ধার অভিযান শুরু হয়। অভিযান শুরুর এক ঘণ্টার মধ্যেই ২ মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ১৯ এ। দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক।
 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে, রাজউকের সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

এদিকে, বিস্ফোরণের পর থেকে তিন জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্বজনরা দাবি করলেও সেখানে কেউ আটকা পড়ে নেই বলে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ জানিয়েছিল।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-২