সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচলের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার (৯ মার্চ) থেকে ডাকা সিলেট-জকিগঞ্জ রুটের পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (০৮ মার্চ) বিআরটিসি বাস চলাচল নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরী সভার পর পরিবহণ মালিক-শ্রমিক নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়।
জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ জানান, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনায় সভায় সর্বসম্মতিক্রমে সিলেট-জকিগঞ্জ রুটে বিআরটিসি বাস আপ-ডাউন ৫টি ট্রিপ দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী এ রুটে বিআরটিসির এই ৪টি বাস (নাম্বার হল ঢাকা মেট্রো-ব-১৫- ৪৫৭৯, ১৫-৪৭৮০, ১৫-৫৪২৯ ও ১৫-৫৪৩১) চলাচল করবে। যদি কোন গাড়ি নষ্ট হয় তা হলে ঐ বাসের পরিবর্তে ঢাকা- মেট্রো ব-১৫- ৪৬০৭ গাড়িটি চলাচল করতে পারবে।
এর আগে গত ৫ মার্চ সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের হুমকি দেয় জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-১৩