সিলেটের বিশ্বনাথ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের ময়নাগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাকিব খান দেওকলস ইউনিয়নের মাইজগ্রাম গ্রামের আকিক খানের ছেলে। তিনি স্থানীয় আল-ফালাহ একাডেমি অ্যান্ড প্রিন্সিপল উইমেন্স কলেজে শিক্ষকতা করতেন।


জানা গেছে, দেওকলস ইউনিয়নের কামালপুর গ্রামে নানাবাড়িতে বসবাস করতেন নাকিব খান। গতকাল বুধবার বাড়ি থেকে বিশ্বনাথ পৌর শহরে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে ময়নাগঞ্জ এলাকায় সড়কে থাকা বালুতে তার মোটরসাইকেল পিছলে যায়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।

গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে