সুনামগঞ্জের দিরাইয়ে যুক্তরাজ্যভিত্তিক সমাজসেবী সংগঠন দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে'র সার্বিক ব্যবস্থাপনায় ও অর্থায়নে ফ্রি চক্ষু শিবির ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিলশাহ বাজারে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫ শতাধিক হতদরিদ্র ও অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা ও সানি অপারেশনের রোগী বাছাই করা হয়। সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এ চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসা সেবা প্রদান পুর্ব আলোচনায় দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সহসভাপতি মোহাম্মদ টিপু চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রয়েল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান একরার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সহসভাপতি মহিউদ্দিন জগনু, আলাউর রহমান, আকিলশাহ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সজ্জাদ মিয়া প্রমুখ।
জানা যায়, দিরাই উপজেলার ৯টি ইউনিয়ন ও দিরাই পৌর সদরে ১০টি পৃথক ফ্রি চক্ষু শিবির পরিচালনা করবে দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে। বৃহস্পতিবার কুলঞ্জ ইউনিয়নে ফ্রি চক্ষু শিবির পরিচালনার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লুল/পল্লব-১৯