আদালতের নির্দেশ অমান্য করে সিলেটের মোলাবাজারে প্রায় ১৪ শতক জায়গা জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। মোগলাবাজারের তুরপখলা হোসেনপুরে এ ঘটনা ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাউতকান্দি মৌজার অন্তর্গত তুরপখলা গ্রামে এমাদ আহমদ এজাজসহ তাঁর স্বজনদের বেশ কিছু জমি রয়েছে। সেগুলো দেখভাল করেন স্থানীয় মো. আব্দুর রহমান খান নামের একজন। বেশ কয়েক বছর আগে এসব জমির ১৩.৮ শতক জায়গা সরকারি খাস হিসেবে অন্তর্ভুক্ত হয়। ২০১৬ সালে আমমোক্তারনামাবলে আব্দুর রহমান সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০২১ সালে সেই মামলার রায় এবং রায়টি এমাদ আহমদ এজাজ গং অর্থাৎ আব্দুর রহমানের পক্ষে যায়। পরে তারা সেই জায়গা ভোগদখল করতে থাকেন।
কিন্তু এর কিছুদিন পর স্থানীয় লেবু মিয়া ও মইনুল মিয়া এবং তাদের সহযোগিরা প্রভাব খাটিয়ে এই জায়গা জেলা প্রশাসক কার্যালয় থেকে লিজ নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে আব্দুর রহমান আদালতে একাধিক মামলা দায়ের করেন। এসব মামলার শুনানির জন্য লেবু মিয়া ও মইনুল মিয়া এবং তাদের সহযোগিদের আদালতে হাজিরা দিতে নোটিশ জারি হলেও তারা শুনানিতে উপস্থিত না হয়ে ওই জায়গা জবরদখল করে রেখেছেন। এছাড়াও আব্দুর রহমানকে তারা হুমকি-ধমকি প্রদান অব্যাহত রেখেছেন।
এরই ধারাবাহিকতায় গত বছরের ৩ ডিসেম্বর এবং চলতি বছরের ৩ জানুয়ারি আব্দুর রহমানের লোক ওই জায়গা থেকে ধানে সেচ দিতে গেলে লেবু মিয়া ও মইনুল মিয়া এবং তাদের সহযোগিরা সেখানে উপস্থিত হয়ে আব্দুর রহমানের লোকদের উঠিয়ে দেন এবং ওই জায়গায় আর গেলে প্রাণে মারারও হুমকি প্রদান করেন। এ ঘটনার পর গত ৮ জানুয়ারি আব্দুর রহমান বাদী হয়ে সিলেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৬৮।
তবে লেবু মিয়ার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা দাবি করেছেন তিনি। তিনি সিলেটভিউ-কে বলেন- বর্তমানে বিরোধপূর্ণ জায়গাটির দুই অংশের এক অংশের দখলে আমরা আছি এবং বাকি অর্ধেক অংশের দখলে আব্দুর রহমান আছেন। অথচ আমরা ওই পুরো জায়গাই সরকারের কাছ থেকে লিজ নিয়েছি। পরে তিনি তাদের জায়গ বলে মামলা করেছেন। এখন আদালত যে রায় দেবেন আমরা তা মেনে নেবো। আর হুমকি-ধমকির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
সিলেটভিউ২৪ডটকম / রুবেল / ডি.আর