গেল বছর সিলেটে বিএনপির গণসমাবেশে সাইফুর-ইলিয়াসের ছবি।

প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে ‘কীর্তিমান’ আর ‘নিখোঁজ’ থাকা এম ইলিয়াস আলীকে ‘বীর নেতা’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার সিলেট মহানগর বিএনপির সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এমন আখ্যা দেন। নগরীর রেজিস্ট্রারি মাঠে সকাল সাড়ে ১০টায় সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন হয়।


সাইফুর রহমান ও ইলিয়াস আলী বিএনপি নেতা ছিলেন। অর্থমন্ত্রী হিসেবে একসময় সর্বোচ্চ বাজেট পেশের রেকর্ড গড়েছিলেন সাইফুর। তিনি এক সড়ক দুর্ঘটনায় মারা যান। ইলিয়াস আলী ক্রমেই বিএনপির প্রভাবশালী নেতায় পরিণত হচ্ছিলেন। তিনি প্রায় এক যুগ ধরে ‘নিখোঁজ’ আছেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই আপনাদের এই সিলেটের মাটির কীর্তিমান পুরুষ ছিলেন, যাঁর অবদানে শুধু এই সিলেটই নয়, বাংলাদেশ অনেক উপকৃত হয়েছে, আমাদের সেই সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের কথা। যিনি আমাদেরকে দিকনির্দেশনা দিয়েছেন, বাংলাদেশের অর্থনীতির ভিত্তি তৈরি করেছিলেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি আজকে স্মরণ করতে চাই, বার বার মনে করতে চাই, আমাদের সেই বীর নেতা, সিলেটের গর্ব এম আলীকে। যাকে আমরা এখন পর্যন্ত খোঁজে পাচ্ছি না। তাঁর স্ত্রী এখানে আছেন, তাঁর সন্তানেরা অনেক বড় হয়েছে যারা ভাবে হয়তো বাবা ফিরে আসবেন তাদের মাঝে। আপনারাও ভাবেন ইলিয়াস আলী আবার বোধহয় সিলেটে ফিরে আসবেন। কিন্তু সে ফিরে আসছে না। কারণ, তাঁকে গুম করে রেখেছে এই ভয়াবহ দানবীয় সরকার, নিখোঁজ করে দিয়েছে। এখন পর্যন্ত কোনো খবর আমরা পাচ্ছি না। তার সঙ্গে গুম হয়েছিলেন আপনাদেরই সন্তান দিনার, এনায়েত এবং আনসার আলী।’

তিনি বলেন, ‘আমাদের এই কষ্ট আমরা কোথায় রাখবো। এইজন্যে বন্ধুগণ আমি সবসময় একটা কথা বলি, যারা আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন, যারা প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের সেই রক্তের ঋণ শোধ করার জন্য, আমাদের নেতা যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের পরিবার ত্যাগ স্বীকার করেছে, তাদের ঋণ শোধ করবার জন্য আমাদের এখন অনেক শক্ত হয়ে ওঠে দাঁড়াতে হবে।’

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে