সুনামগঞ্জের দিরাইয়ে মেয়রকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
 

শুক্রবার বিকেলে দিরাই উচ্চ বিদ্যালয় মাঠে দিরাই স্পোর্টিং ক্লাব ও চন্ডিপুর স্মৃতি রয়েলস ক্লাবের মধ্যে ফাইনাল খেলায় চন্ডিপুর স্মৃতি রয়েলস ক্লাব  জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন  অতিথিরা। দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন। 


বিশেষ অতিথি ছিলেন দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাবেক সহসভাপতিসহ সিরাজ উদ দৌলা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনসহ  কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।
 

সিলেটভিউ২৪ডটকম/হিল্লুল/পল্লব-৮