প্রতীকী ছবি

সিলেটের বিশ্বনাথে সুবেল মিয়া নামের পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চোর চক্রের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে মৌলভীবাজারের রাজনগর উপজেলার গড়গাঁও গ্রামের তায়েফ আলীর পুত্র। বৃহস্পতিবার (৯ মার্চ) গভীর রাতে উপজেলার দেওকলস ইউনিয়নের বাগিছা বাজার এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগিতায় থানার এসআই বিনয় ভূষন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করেন।  
 

এসময় সুবেলের সাথে থাকা ইলেক্ট্রনিক তার কাটার, প্লাসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। শুক্রবার (১০ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে সুবেলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 


মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিনয় ভূষন চক্রবর্তী স্থানীয় সাংবাদিকদের বলেন, গত বছরের নভেম্বরে লামাকাজীতে পল্লী বিদ্যুৎ’র একটি ট্রান্সফরমার চুরি হওয়ার পর এঘটনাঢ চুরি হলে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং ৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবেল স্বীকার করেছে ওই চুরির সাথে সে জড়িত রয়েছে এবং আরো বেশ কয়েকজনের নামও পুলিশকে দিয়েছে।

ট্রান্সফরমার চোর চক্রের সদস্য সুবেল মিয়াকে গ্রেপ্তার ও জেলহাজতে প্রেরণের সত্যতা জানিয়ে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, সে আরো বেশ কয়েক চুরের নাম আমাদের কাছে বলেছে। আমার তার তথ্যের আলোকে তদন্ত সাপেক্ষে তাদেরকেও আইনের আওতায় আনব।
 

সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/পল্লব-১৩