সংস্কৃতি মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত লালন উৎসব ২০২৩ এ সংগীত পরিবেশন করেছেন সিলেটের সুপরিচিত সংগীত শিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী। বৃহত্তর সিলেট থেকে একমাত্র শিল্পী হিসেবে এই উৎসবে অংশগ্রহণ করেন তিনি।

গত শনিবার কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু হয়। রবিবার (৫ মার্চ) রাতে উৎসব মঞ্চে পরিবেশনা নিয়ে আসেন গৌতম চক্রবর্তী। এছাড়াও উৎসবে ছিল বাংলাদেশ ও ভারতের দেশবরেণ্য শিল্পীদের বিভিন্ন পরিবেশনা।


এ ব্যাপারে গৌতম চক্রবর্তী বলেন- কুষ্টিয়ার লালন উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন উপস্থিত হন। তাদের সকলের সামনে সিলেটের একজন হিসেবে সিলেটকে উপস্থাপন করতে পারা সত্যিই আমার জন্য গৌরবের। যা আমার সংগীত জগতে চলার পথে এই এক পরম পাওয়া।