শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আমিনা পারভীন।
 

রবিবার বিকেলে বিভাগীয় প্রধান হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানিয়েছেন ওই বিভাগের আরেক অধ্যাপক ড. তুলসী কুমার দাশ।


সদ্য বিদায়ী বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন অধ্যাপক আমিনা পারভীন।
 

এছাড়া গত এক বছর ধরে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরচালকের দায়িত্ব পালন করছেন। 

অধ্যাপক তুলসী কুমার বলেন, “অধ্যাদেশ অনুযায়ী আগামী তিন বছর সমাজকর্মের বিভগীয় প্রধান হিসেবে  অধ্যাপক আমিনা পারভীন দায়িত্ব পালন করবেন। আজ রবিবার প্রাক্তন বিভাগীয় প্রধান নতুন বিভাগীয় প্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।”
 

এ বিষয়ে অধ্যাপক আমিনা পারভীন বলেন, ‘পূর্বের ধারাবাহিকাতায় আমার উপর নতুন বিভাগীয় প্রধানের দায়িত্ব এসেছে। দায়িত্ব পালনে সকলের সহযোগিতা নিয়ে এ বিভাগকে আরও সমৃদ্ধির দিকে নিয়ে যেতে চাই।’
 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-২৮