বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও বেগম রোকেয়া পদকে ভূষিত সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধিত হয়েছেন। গতকাল শনিবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে তাকে এ বিশাল সংবর্ধনা দেয় বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।
 

সংবর্ধিত অতিথি সৈয়দা জেবুন্নেছা হক স্বাস্থ্যক্ষেত্রে নার্সদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বিশ্বের মানবিক পেশার অন্যতম নার্সিং। স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা অনন্য। তারা রোগীকে সুস্থ করে তুলতে বন্ধুর মতো কাজ করেন।
 


তিনি বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার প্রশংসা করে বলেন, কোভিড-১৯ সংক্রমণের সময় এই হাসপাতালের নার্সদের মানবিকতার চিত্র সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। তারা জীবনবাজি রেখে রোগীদের সেবা করেছেন। কয়েকজন নার্স রোগীদের সেবা করতে গিয়ে নিজেদের জীবনদান করেছেন। এছাড়াও এই শাখার নার্সরা মানবিক নানা কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত রেখেছেন, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় তাকে বিশাল সংবর্ধনা প্রদান করায় নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানান সৈয়দা জেবুন্নেছা হক।
 

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিওমেক হাসপাতাল শাখার সভাপতি শামিমা নাছরিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মাহবুবুর রহমান ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে বিশ্বমানের নার্স গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহীত ও বাস্তবায়িত কার্যক্রমসমূহ সর্বস্তরে প্রশংসিত হয়েছে। দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে আমাদের নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। স্বাস্থ্য খাতে সরকারের সাফল্যের অন্যতম অংশীদার আমাদের নার্সগণ। নার্সরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত রাখেন। এটি তাদের দায়িত্ব পালনে উদ্যম যোগায়।
 

বিএনএ, সিওমেক হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্ত্তী, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সিসিক কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. জলিল কায়সার খোকন, সিনিয়র স্টোর অফিসার ডা. সোহেল আল রাফি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোসাম্মৎ রিনা বেগম, উপ-সেবা তত্ত্বাবধায়ক ভারতী রানী আচার্য্য প্রমুখ।
 

পবিত্র কুরআন, গীতা এবং বাইবেল পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। পবিত্র কুরআন তেলাওয়াত করেন  নার্সিং কর্মকর্তা এনায়েত আল আমিন, গীতা পাঠ করেন নার্সিং কর্মকর্তা তনয় কুমার সাহা এবং বাইবেল পাঠ করেন নার্সিং কর্মকর্তা তৃষ্ণা তেরেজা ডি' কস্তা।
 

সংবর্ধিত অতিথি সৈয়দা জেবুন্নেছা হকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের (বিএনএ) সভাপতি শামিমা নাছরিন এবং সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।
 

এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন তৃষ্ণা তেরেজা ডি' কস্তা। সংবর্ধিত অতিথি সৈয়দা জেবুন্নেছা হককে ফুল দিয়ে বরণ করেন নার্সিং কর্মকর্তা নাছরিন আক্তার, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন আনোয়ারা বেগম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমদকে ফুল দিয়ে বরণ করেন মো. সিরাজুল ইসলাম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্ত্তীকে ফুল দিয়ে বরণ করেন মো. সোলেমান আহমেদ, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ ফুল দিয়ে বরণ করেন মো. জসিম উদ্দিন সরকার, সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলমকে ফুল দিয়ে বরণ করেন মো. আমিনুল ইসলাম, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সিসিক কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানাকে ফুল দিয়ে বরণ করেন কনক লতা, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিনকে ফুল দিয়ে বরণ করেন নার্সিং কর্মকর্তা আসমা খানম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. জলিল কায়সার খোকনকে ফুল দিয়ে বরণ করেন এন আই চৌধুরি শান্ত, স্টোর অফিসার ডা. সোহেল আল রাফিকে ফুল দিয়ে বরণ করেন এনায়াত হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসানকে ফুল দিয়ে বরণ করেন নার্সিং শিক্ষার্থী মইন আল শ্রাবণ ও মাহফুজা নাওয়াজ বন্যা, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোসাম্মৎ রিনা বেগমকে ফুল দিয়ে বরণ করেন জুয়েল মিয়া ও মোহনা ঘোষ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক ভারতী রানী আচার্য্যকে ফুল দিয়ে বরণ করেন সীমা মল্লিক।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৭