গোয়াইনঘাট ওয়েলফেয়ার ডেভেলাপমেন্ট এন্ড ওরগানাইজেশন এর উদ্যোগে যুক্তরাজ্যে উচ্চ শিক্ষার্থে পড়তে আসা শিক্ষার্থীদের নিয়ে এক ভোজসভার আয়োজন করা হয়।
৬ মার্চ পূর্ব লন্ডনে আয়োজিত এই ভোজসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম জিলানী।
সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুফী সুহেল আহমদ।
এ সময় বক্তব্য রাখেন- সংগঠনের সহ সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা আব্দুল মান্নান, মোক্তার আহমদ, আব্দুল কাদির জিলানী, ফরিদ আহমদ বুলবুল, ফখরুল আম্বিয়া কিবরিয়া, আব্দুল মুবিন, ইকবাল আহমেদ, আহসানুল কবির বুলবুল, সালেহ আহমদ, শুয়েভ আহমদ, গোলাম করিম মাহবুব, ফজলুর রহমান, সুলতান আহমদ, ময়নুল হাসনাত , নূর আহমদ, ওয়াহিদুজ্জামান মুর্শেদ, আখতারুজ্জামান, মিনহাজুল ইসলাম, রায়হান আহমেদ, মোবারক হোসেন, তাজ উদ্দিন, সুমন, মামুন প্রমুখ।
সভায় বক্তারা উচ্চ শিক্ষার উদ্দেশ্যে আগত গোয়াইনঘাট উপজেলার সকল শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং যেকোন প্রয়োজনে সংগঠন তাদের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করা হয়।
সভায় সংগঠনের পক্ষ থেকে গোয়াইনঘাটে দরিদ্র ও গৃহহীন ১২ পরিবারকে ঘর নির্মাণ করে দেয়ার উদ্যোগ নেয়া হয়।
সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নাজিম উদ্দিন।
দোয়া মাহফিলে চ্যানেল এস টেলিভিশনের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিলের মাতা ও বশির আহমদের মাতার ইন্তেকালে শোক প্রকাশ করা হয়।
সভায় মারহুমাদের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারদ্বয়ের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। এছাড়াও কমর উদ্দিন চৌধুরী পাপ্লুর অসুস্থ মায়ের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/মতিন/এসডি-০৮